সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০১০

Making of 'তৃষিয়া নাশতারান'


এই পোট্রেইটটি কীভাবে আঁকব, কীভাবে ডিটেইল করব সেটা নিয়ে এতই চিন্তিত ছিলাম যে টিউটোরিয়াল তৈরি করার কথা মাথায় ছিলো না কিন্তু কাজ করার সময় কিছু স্ক্রিনশট নিয়ে রাখি, সেগুলোই তুলে ধরলাম কাজ করার পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব পরের আঁকাটিতে ব্রাশের কাজ , 'কালার টোনিং' ডিটেইলে আলোচনা করব


'Alfredo Rodriguez'-এর আঁকা এই অসাধারণ ডিটেইল আর রিয়েলিস্টিক ছবিটা দেখে এই পোট্রেইটটি আঁকার কথা মাথায় আসে জানি, এইরকম ডিটেইল আঁকতে আমাকে আরো ১০ বছর প্র্যাক্টিস করতে হবে আমি আঁকার জন্য প্রস্তুতি নিই, তেলরঙ আমার কখনো ধরা হয়নি, দেখে দেখে শিক্ষা নিতে আমি 'ঈমান মালেকির' আঁকা স্টাডি করি, http://imanmaleki.com/, http://imanmaleki.com/en/Galery/fisherman.htm  http://imanmaleki.com/en/Galery/wish.htm 



কম্পোজিশনটা তৈরি করি 'gesture drawing'-এর মাধ্যমে


এরপর এক রঙ দিয়ে 'solid shape' টা তৈরি করি।  কিছু কালার প্যালেট তৈরি করি, যা রেফারেন্স ছবিটা থেকে নেই। ব্রাশ এর 'opacity কমিয়ে রঙ মেশানো শুরু করি।
মুখের ডিটেইল কিছুটা করে, কাপড়ের ডিটেইল শুরু করি
৩টা স্টেপে কাপড়ের কাজটা শেষ করি। ১ম স্টেপ 'solid' রঙটা দিই


২য় স্টেপে, 'solid' রঙের উপর হাল্কা করে ভাঁজের রঙটা দিই


৩য় স্টেপে ডিটেইল করি



মুখে যেভাবে রঙ করি ওভাবেই আগে 'solid shape'-এর পরে রঙ নিয়ে মিশিয়ে, হাতটি আঁকি


স্কার্টের কাপড়ের ধরন ভিন্ন, এইটা আঁকতে আমি 'solid' রঙ নেয়ার পর স্প্রে ব্রাশ দিয়ে ডিটেইল করি পরে আবার 'solid' রঙ দিয়ে কারুকাজ করি


এরপর কাগজটা্কে এভাবে এঁকে ক্ষুদ্র ডিটেইল শুরু করিআমি মাঝে মাঝে পিছনের রঙ বদলাচ্ছি কাজ করার সময় ডিটেইল চোখে পরার সুবিধার্থে

সিঁড়িটা আঁকার পর, ছবিটা জুম করে ডিটেইল আরো এঁকে, পিছনের দেয়ালটা আঁকলাম